বাগেরহাটে ট্রলির ধাক্কায় দাদা-নাতিসহ নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে সড়ক ‍দুর্ঘটনায় দাদা-নাতিসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (২৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে। মতলেব খাঁ রুহিন ও সৈকতের দাদা।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালীর দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে মোটরসাইকেলটিকে একটি ট্রলি ধাক্কা দিলে মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চি‌কিৎসা‌ধীন অবস্থায় তা‌দের মৃত‌্যু হয়।

তিনি আরও জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া