বাগদাদের বন্দুকধারীদের হামলায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের বাগদাদে শনিবার মুখোশ পরিহিত বন্দুকধারীরা বিভিন্ন টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-আরাবিয়া জানায়, বন্দুকধারীরা কালো মুখোশ পরে
বাগদাদের টেলিভিশন স্টেশনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

আল-আরাবিয়ার এক বাগদাদ প্রতিনিধি জানায়, ‘হামলার সময় অফিসের নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চাইলে তারা তা দিতে অস্বীকার করেছে। ‘অফিসে হামলার সময় আমার কয়েকজন সহকর্মী আহত হয়েছে। হামলায় অফিসের অনেক সরঞ্জাম এবং মোবাইল ফোন নষ্ট হয়েছে।’তবে দেশটির সরকার এবং তদন্ত কর্মকর্তারা বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন।’

জনশ্রুতি অনুসারে, দিজলা, এনআরটি, আরাবিয়া হাডাথ, আলঘাত আল-আরাবি, আর-শারকীয়া এবং স্কাই নিউজ আরাবিয়া টেলিভিশন স্টেশনও এই হামলার স্বীকার হয়েছে।

ইরাকে বিক্ষোভকারীদের ওপর বিভিন্ন ধরনের হামলার চালানোর ঘটনায় দেশটির সরকার আদেল আবুল মাহদীকে নাজুক সরকার হিসেবে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত হামলায় প্রায় শতাধিক জন নিহত হয়েছে এবং আহতদের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি।
রাশিয়া টুডে, এনডিটিভি, আল জাজিরা।

আইএনবি/সম্পাদনা-বিভূঁইয়া