বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতিবারের মত এবারও গুগল ডুডলে

আইএনবি নিউজ: এবারও বিশেষ এ ডুডল প্রদর্শন করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবারের ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের বর্ডারের ভেতর গুগল লোগোটি লেখা হয়েছে। এর উপরে আঁকা হয়েছে বাংলাদশের জাতীয় ফুল শাপলা।

আজকের ডুডল সম্পর্কে গুগল লিখেছে, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটি দেশের একটি জাতীয় ছুটির দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ শেষ রাতে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সাল থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া