বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দলে ফিরতে পারেন সরফরাজ

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সদ্য শেষ হওয়া বছরে। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয়েছিলেন। এরপর বছরের শেষে এসে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। তবে নতুন বছরটি সুসংবাদ দিয়েই শুরু করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেতে চলেছেন সরফরাজ। খবর : ক্রিকটাইম।

তার আগে অবশ্য ফিটনেস টেস্টে পাশ করতে হবে সরফরাজকে। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের ফিটনেস নিয়ে বিশ্বকাপের পর বেশ সমালোচনা হয়। এই কদিনে অবশ্য নিজের ফিটনেস নিয়ে ঘাম ঝরিয়েছেন সরফরাজ। লাহোরে ৫ জানুয়ারি সব ক্রিকেটার জড়ো হবেন, সেখানে ফিটনেস টেস্টের পরই নির্ধারিত হবে পাকিস্তানের টি-টোয়েন্টি দল।

বাংলাদেশ সরকারের সবুজ সংকেত এখনো না পেলেও টাইগারদের পাকিস্তান সফর অনেকটাই নিশ্চিত। যদিও এফটিপি অনুযায়ী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও পাকিস্তানে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি খেলবে। সেক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতির বাধ্যবাধকতা থাকছে।

আইএনবি/বিভূঁইয়া