বাংলাদেশের জন্য আশীর্বাদ বিলম্বিত বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক: আগামী টি-২০ বিশ্বকাপ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিলম্বিত হতে পারে । আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ সূচি রয়েছে। তবে নির্ধারিত সূচির পরিবর্তে আসর পিছিয়ে গেলে বাংলাদেশের জন্যই সুবিধা হবে। তাতে দেশ সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের সেবা পাবে বাংলাদেশ।

চলতি বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিশ্বকাপ শুরুর কথা রয়েছে। প্রথম রাউন্ডেহবে বাছাই পর্বের খেলা। সেখান থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সরাসরি অংশ নেয়া আটটি দলের সাথে বাছাই পর্ব পেরোনো দল।

বাছাই পর্বে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের লড়তে হবে, নামিবিয়া-নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সাথে। অক্টোবরের ১৯, ২১ ও ২৩ তারিখ ঐ তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। যদি নির্ধারিত সূচিতে বিশ্বকাপ শুরু হয়, তবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না তিনি। টুর্নামেন্ট চলাকালীন সাকিবের নিষেধাজ্ঞা শেষ হলেও, আসরের মাঝপথে সাকিবকে খেলার অনুমতি দিবে না আইসিসি।

তাই এ অবস্থায় টি-২০ বিশ্বকাপ যদি পিছিয়ে যায় বা সৃচিতে পরিবর্তন ঘটে, তবেই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন সাকিব।

তাই টুর্নামেন্ট পিছিয়ে গেল বাংলাদেশ খুশী বলে স্বীকার করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ‘যদি সাকিবকে পাওয়া যায়, তবে আমরা উপকৃত হবো। যদি সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারে, তবে আমাদের ভালো সুযোগ থাকবে।’

একই সাথে, টুর্নামেন্ট পিছিয়ে গেলে, টি-২০ বিশ্বকাপের জন্য দল তৈরিতে ভালো সময় পাওয়া যাবে বলে জানান প্রধান নির্বাচক।

আইএনবি/বি.ভূঁইয়া