বরিশালে সরকারি চাল উদ্ধার, ডিলারসহ দুই ক্রেতার কারাদন্ড

বরিশাল প্রতিনিধি: সরকারি ৫৪ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনায় আটককৃত ডিলার প্রদীপ দত্ত ও চাল ক্রেতা পঙ্কজ সাহাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার দিবাগত রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ ডিলার প্রদীপ দত্ত এবং চাল ক্রেতা পঙ্কজ সাহাকে আটক করে থানা পুলিশ।

এ ঘটনায় কেন্দ্রের নির্দেশে চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী।

আইএনবি/বিভূঁইয়া