বরগুনায় ইয়াবাসহ আটক ১

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার সোনাখালী স্লুইসগেট এলাকা থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় মোতালেব ওরফে রতন(২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ।

হেলাল খান জানান, গোপন সূত্রে এসআইআল মমিন জানতে পারেন সোনাখালী এলাকায় একজন ইয়াবা বিক্রির জন্য নির্ধারিত ক্রেতার অপেক্ষায় আছে। রাত আনুমানিক ৯ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদা পোশাকধারী পুলিশ মোতালেব ওরফে রতনকে আটক করে। তার শরীর তল্লাশি করে পলিথিনে মোড়ানে ২৩৫ পিস ইয়াবা উদ্বার করা হয়।

হেলাল খান আরও জানিয়েছেন, মোতালেব ওরফে রতনের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া