বরগুনা প্রতিনিধি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া ব্রিকফিল্ড নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (৩৫) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
রোববার (১৭ জুলাই) সকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, শনিবার রাত ২টার দিকে বরগুনার আমতলী শাখারিয়া ব্রিকফিল্ড নামক এলাকায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে কুয়াকাটাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের চালকসহ আট যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বাস ও ট্রাকচালককে উদ্ধার করেন।
এ ছাড়া আরও ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন। সকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ নামে এক ব্যক্তি মারা যান। বাকিদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া