আইএনবি ডেস্ক: লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৪৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোমবার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব-৩ তাকে গ্রেফতার করে।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১৬ সালে লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালের ঘটনায় গত ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন আদালত।
নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি পাঁচ মাস সাজা ভোগ করে। পরে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া