বজ্রপাতে যুবকের প্রাণ গেল

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নে কাওসার হোসেন (১৮) নামের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। তিনি ইসলামপুর গ্রামের বাসিন্দা কোরবান আলীর ছেলে।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার (১ মে) ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাৰব্যাপী ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এসময় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বজ্রাঘাতে মারা যান যুবক কাওসার। এছাড়া বজ্রপাতে মারা গেছে ইসলামপুর গ্রামের তিনটি গরু। নষ্ট হয়েছে বেশ কিছু সোলার প্যানেলও।

আইএনবি/বিভূঁঁইয়া