বগুড়ায় প্রতিনিধি:বগুড়ায় বিবার রাত ১১টার দিকে নন্দীগ্রামে উপজেলার রনবাঘা এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দু’জন।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসতেছিলেন। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদও সাথে ছিল। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ওই কাভার্ড ভ্যান পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় বেলাল, সাথী ও বায়েজিদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পর বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া