ফরিদপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আইএনবি ডেস্ক: ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এ নির্বাচনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ঢাকার নির্বাচন ভবন থেকে সিসি টিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি) ।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘ফরিদপুর-২ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করবেন। ’

তিনি আরো বলেন, ‘সিসিটিভির মাধ্যমে বিগত কয়টি নির্বাচন সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ফরিদপুর-২ উপনির্বাচনও মনিটরিং করা হবে। ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পরবর্তী সব নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। ’

আইএনবি/বিভূঁইয়া