রংপুর প্রতিনিধি: রংপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের সহায়তায় স্বামীর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু স্বামী রমজান আলীকে রংপুর মেডিক্য্ল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গুরুতর আহত রমজান আলী ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি রং মিস্ত্রি হিসেবে কাজ করেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রমজান আলীর স্ত্রী শিউলী আক্তার বাড়ির পাশের একটি ছাত্রাবাসে বুয়ার কাজ করেন। সেখানে কাজের এক পর্যায়ে ছাত্রাবাসের এক ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। এরপরও শিউলি আক্তার ওই ছাত্রাবাসে বুয়ার কাজ ছেড়ে দেননি। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে কলহ চলে আসছিল।
সোমবার দিবাগত রাতে শিউলি আক্তার পরকীয়া প্রেমিকের সহযোগিতায় রমজান আলীর গলা কেটে হত্যার চেষ্টা করেন। পরে রমজানের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে শিউলির সহযোগীরা পালিয়ে যায়। পরে গোয়াল ঘর থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার গলায় গভীর ক্ষত হয়েছে। উদ্ধারের সময় ঘটনাস্থলের পাশে একটি ব্লেড পড়ে ছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক।
রংপুর মহানগর উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। রমজান আলী কথা বলতে পারলেই ঘটনার বিষয়ে জানা যাবে। তবে আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
আইএনবি/বিভূঁইয়া