প্রবল বৃষ্টি-তুষারপাতে ধস, আফগানিস্তানে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টি ও তুষারপাতের ফলে পূর্ব আফগানিস্তানে ধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা গেছেন।

আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সোমবার বলেছে, ‘রাতে অনেক জায়গায় ধস নামে। এর ফলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া বহু সংখ্যক মানুষ এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে।”

আফগানিস্তানের প্রায় সর্বত্রই বরফ পড়েছে। বিভিন্ন জায়গা থেকে ধসের খবর আসছে। কিন্তু তাতিন উপত্যকার নাকরে গ্রামে প্রবল ধস নামে। সেখানে ২০টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ও বরফের মধ্যে মানুষ চাপা পড়েছে।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক আঞ্চলিক প্রধান জামিউল্লাহ হাশিমি গণমাধ্যমকে বলেন, “উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।”

আফগানিস্তানে এমনিতেই শীতকাল সবসময়ই কঠিন। এবার বরফ পড়তে অনেক দেরি হয়েছে।

সরকারি কর্মকর্তা মৌলবী মোহাম্মদ নবি আদেল বলেন, “খারাপ আবহাওয়ার ফলে উদ্ধারকাজে দেরি হচ্ছে। এখনও বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। রাস্তা বরফ পড়ে আটকে গেছে।”
সূত্র: ডয়েচে ভেলে

 

আইএনবি/বিভূঁইয়া