প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করলেন

আইএনবি নিউজ: গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন বোর্ডগুলোর চেয়ারম্যানেরা।

করোনার কারণে এবার শুধুমাত্র ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

যেসব পরীক্ষার্থী নির্ধারিত নিয়মে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ‌নিবন্ধন করেছে, তাদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হবে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী অংশ গ্রহন করেছিলেন।

আইএনবি/বি.ভূঁইয়া