প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ৩৬০ যৌনকর্মী

ময়মনসিংহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডস্থ যৌনপল্লীর ৩৬০ কর্মীকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী (ত্রাণ সহায়তা) পৌঁছে দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক আনুষ্ঠানিকভাবে যৌনকর্মীদের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন। ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ, আলু ও লবণ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এতহেশামুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া