প্রথম আলোর অবহেলাকে দায়ী করলেন প্রধানমন্ত্রী:নাইমুলের মৃত্যু

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন নাইমুলের মৃত্যু অবশ্যই গর্হিত অপরাধ, বরদাশত করা হবে না বলে । প্রথম আলোর আয়োজকদের অবহেলার কারণে রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনা আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাইমুল আবরারের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অনুষ্ঠান আয়োজন করে তাদের একটা দায়িত্ব থাকে। প্রথম আলোর আয়োজকদের দেখা উচিত ছিল, কারণ অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা এসেছে। আয়োজকরা এটাকে এতটা নেগলেক্ট করেছে! বাচ্চাটা মারা গেছে, এরপরও ঘটনাটা চাপা দিয়ে অনুষ্ঠান চালিয়ে গেছে। ধানমন্ডিতে এতোগুলো হাসপাতাল, তবুও মহাখালীতে নিয়ে গেলো। প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায়? তাদের কোনও দায়বদ্ধতা নেই? ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। তাদের নিরাপত্তা না দেখা এটাও তো গর্হিত অপরাধ। এটা তো বরদাশত করা যায় না।

আইএনবি/বিভূঁইয়া