প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করার চেস্টায় আটক ৩ শিবির কর্মী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা থেকে ৩ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাথী মো. শহীদুল্লাহ (২১), তানভিরুল ইসলাম (২৪) ও আব্দুল্লাহ আল মাহফুজ (২২)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২টি লোহার রড, ৫টি লাঠি ও ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের ধর্মীয় বই জব্দ করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও ৩০-৪০ জন পালিয়ে গেছে বলে জানা গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, আটককৃতরা সম্প্রতি সিলেট এমসি কলেজে সংঘটিত হওয়া গণধর্ষণের ঘটনায় আন্দোলনের অজুহাতে নাশকতা করার পরিকল্পনা করছিল। তারা জামায়াত-শিবিরের সক্রিয় ক্যাডার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া