প্যানেল চেয়ারম্যানের খাটের নিচ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিজুল হাকিম ওরফে সোনা মিয়ার বাড়ি থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা এবং দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়।

এ সময় প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম এবং তার ছেলে রহমত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল উদ্দিন জানান, আজিজুল জনপ্রতিনিধি হওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাসপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার খাটের নিচে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ও অস্ত্র পাওয়া যায়।

বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর শনিবার সকালে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া