পেটের ভেতর ইয়াবা বহন, গ্রেফতার ১

আইএনবি ডেস্ক: রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. হারেজ নামের এক মাদক বিক্রেতাকে চার হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার মডেল থানার শায়েস্তা খান রোডে অভিযান চালিয়ে মো. হারেজকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার থেকে ইয়াবা কিনে কৌশলে ঢাকায় আনতেন।

ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, ওই মাদক বিক্রেতা পলিথিন ও স্কচটেপ মুড়িয়ে পেটের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় আনতেন। পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবা অপসারণ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া