পেঁয়াজের পর এবার লবণ নিয়ে লঙ্কাকাণ্ড

সিলেট প্রতিনিধি: গতকাল সোমবার দিনভর ছিল ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ কেনা নিয়ে হুলুস্থুল। সন্ধ্যা হতেই পেঁয়াজের জায়গা নেয় লবণ।

সোমবার সন্ধ্যা থেকে সিলেট বিভাগজুড়ে লবণের দাম বেড়ে যাচ্ছে গুজব ছড়িয়ে পড়ে । এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন সিলেট নগরের খুচরা ও পাইকারি দোকানগুলোতে। বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় নগরের বিভিন্ন দোকানের লবণের মজুত। আবার অনেক ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য লবণ মজুত করেন। এ নিয়ে সিলেটে লবণ নিয়ে ঘটে লঙ্কাকাণ্ড।

প্রশাসন বলছে, লবণের মূল্যবৃদ্ধির খবর পুরোটাই গুজব। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ গুজব ছড়াতে পারে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, লবণের চাহিদামাফিক সরবরাহ রয়েছে। শিগগিরই দাম বাড়ার শঙ্কা নেই। তবে ব্যবসায়ীরা এমনটি দাবি করলেও সোমবার রাতেই অনেক দোকানে বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

আইএনবি/বিভূঁইয়া