দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে আমিনুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার চন্ডিপুরের ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, চন্ডিপুর গ্রামের একটি বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে। পরে ওই বাড়িতে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় তল্লাশি করে আমিনুলের কাছে থাকা ৪৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আমিনুল মধ্যপাড়া পাথরখনি পুলিশ ফাঁড়ীতে কর্মরত আছেন। আমিনুল ইসলামে বাড়ি লালমনিরহাট জেলা সদরের চড়খট্রামারি গ্রামে।
আইএনবি/বিভূঁইয়া