রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রাতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। আর গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে তার মরদেহ ফাঁস দিয়ে রাখার মতো বাঁধা ছিল। স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রাথমিক তদন্তে তার মৃত্যু অস্বাভাবিক লাগছে। তবে পূর্বপরিকল্পিতভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যে কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আইনবি/বিভূঁইয়া