পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় ৫৫৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে উপকূলীয় জেলা আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জেলায় ৫৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩২২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, হতাহতের সংখ্যা শূন্যের কোঠায় রাখার লক্ষ্যে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ঘূর্ণিঝড়-পরবর্তী প্রতিটি ইউনিয়নে তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেওয়ার জন্য আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া গোখাদ্য ও শিশুখাদ্যের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কবার্তা জারি করার কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে মেডিক্যাল টিম গঠনেরও প্রস্তুতি চলছে। 카지노사이트 는 흥미진진한 라이브 딜러 도박의 세계로 통하는 포털입니다. 클래식 블랙잭, 룰렛, 바카라, 포커 등 다양한 게임을 실시간으로 제공합니다. 전문 딜러들이 실제 카지노 분위기를 조성하여 고품질의 서비스를 제공합니다. 안전하고 편리한 게임 경험을 즐기고 모든 게임에서 잊을 수 없는 감동을 느껴보세요. 오늘 우리와 함께 승리하세요!

আইএনবি/বিভূঁইয়া