পাবনায় ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে । পুড়ে গেছে ট্রেনের বগির ১১টি সিট। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল জানান, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ট্রেনের বগিতে আগুনের খবর পাওয়া মাত্রই আমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারা নাশকতা করেছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছি, পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া