পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি তুলতে ডুবুরি দল

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল সেখানে পৌঁছেছে।

আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যর একটা টিম পাটুরিয়া ঘাটে আসে।

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলেন প্রধান আব্দুর রহমান বলেন, ‌‘গতকাল রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ ভোরে ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়্যার মালামাল বোঝাই ট্রাক। নদী পথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স ভার্জে ছয়টি পল্টুনসহ আসছে ছয় ইঞ্চি ওয়্যার। প্রতিটি পল্টুন ওয়েট টানবে চারশো টন।’

নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন থেকে চারদিন সময় লাগবে বলেও জানান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, ‘জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের মৌখিক চুক্তি সম্পাদন হয়েছে। তাদের সকল ইক্যুপমেন্ট আসলে তারা ফেরি তুলতে কাজ শুরু করবে।

 

আইএনবি/বিভূঁইয়া