পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রবিবার বিকালে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২৩ জন।

সম্মেলনে অন্তত ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অঞ্চলটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেন, ৪৫ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ১০০ এর বেশি। তিনি বলেন, ‘এটা একটি আত্মঘাতী হামলা। হামলাকারী সমাবেশের মঞ্চের খুব কাছ থেকে নিজেকে উড়িয়ে দেয়।’

পুলিশও বলেছে, ভয়াবহ বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে তারা প্রমাণ পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহত লোকজনকে ইতোমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই হামলার ঘটনায় আহত ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে

স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, আজ এই সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’

এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।
সূত্র: ডন

 

আইএনবি/বিভূঁইয়া