পাকিস্তানে চলন্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পঞ্জাবের রহিম ইয়ার খান এলাকার কাছে লিয়াকতপুরে চলন্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন ৬৫ জন ট্রেনযাত্রী। আহত অন্তত ১৫ জন। এ নিহতরা সবাই তেজগাম এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। কিছু যাত্রী চলন্ত ট্রেনে জলখাবার তৈরি করছিলেন। তখনই তাঁদের রান্নার সময় সিলিন্ডার ফেটে গিয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনটি কামরায়।

দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারপর্ব। প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুন থেকে বাঁচার জন্য ট্রেন থেকে লাফ দিয়েও প্রাণ হারিয়েছেন অনেক যাত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের জন্য সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া