পাকিস্তানে ইতালির দূতাবাস থেকে ১০০০ শেনজেন ভিসা স্টিকার চুরি

আইন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ইতালির দূতাবাস থেকে প্রায় এক হাজার শেনজেন ভিসা স্টিকার চলতি বছরের জুন মাসে চুরি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরিকে উদ্ধৃত করে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, ভিসা স্টিকার চুরির বিষয়টি বিদেশি কূটনৈতিক মিশনের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়।

এরপর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে তথ্যটি জানিয়ে পদক্ষেপ নিতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় প্রতিবেদনগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফেডারেল গোয়েন্দা সংস্থাকে এক হাজার ভিসা স্টিকার চুরির বিষয়ে জানানো হয়। ইতালির দূতাবাসের লকার থেকে সেগুলো গত মাসে চুরি হয়ে গেছে।
সূত্র: এএনআই, জিফাইভ

আইএনবি/বিভূঁইয়া