পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

আইএনবি রিপোর্ট: পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন আজ মঙ্গলবার নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেলেন। তিনি গত সোমবার অবসরে যাওয়া মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউইয়র্কে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা জাপান ও ইতালিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দিল্লি, ইসলামাবাদ ও কাঠমান্ডুতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত মাসুদ বিন মোমেন দুই সন্তানের বাবা।

আইএনবি/এনএম