সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার উপজেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে পরকীয়া সন্দেহে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী। সোমবার (১১ এপ্রিল) গভীর রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী স্বামী মেহেদী হাসান (২৮) ভারসা গ্রামের নবাব আলীর ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় স্ত্রী শারমিন খাতুনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সাত বছর আগে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের মেয়ে শারমিনের সঙ্গে বিয়ে হয় মেহেদীর। বর্তমানে তাঁদের চার বছর বয়সী একটি পুত্রসন্তান আছে। মেহেদীর সঙ্গে অন্য নারীর পরকীয়ার সন্দেহে বিয়ের পর থেকে তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। অশান্তির জেরে গত ১৫ দিন ধরে মেহেদী দ্বিতীয় বিয়ে করবে বলে স্ত্রীকে হুমকি দিয়ে আসছিল। এ কারণে গত ১৫ দিন দুজন পৃথকভাবে বসবাস করছিলেন।
গতকাল সন্ধ্যায় স্ত্রী কৌশলে তাঁকে ছেলের সঙ্গে ঘরে একই বিছানায় ঘুমানোর জন্য বলে। অতঃপর মেহেদী ঘুমিয়ে পড়লে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেন শারমিন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ওই নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মেহেদীর বাবা নবাব আলী বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া