পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পরকীয়ায় দায়ে স্বামী ইব্রাহিম খলিল (৪০) স্ত্রীর প্রেমিক ইউসুফ ও স্ত্রী রিনা বেগমকে হত্যার দায়ে  নামে তার আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি ইটভাটার কর্মী ছিলেন।

তিনি জানান, একসঙ্গে ইটভাটায় কাজ করতেন ইউসুফ এবং ইব্রাহিম খলিল। ছুটিতে বাড়িতেও আসতেন একসঙ্গে। হঠাৎ সন্ধ্যায় ইব্রাহিম তার সহকর্মী ইউসুফকে দেখেন তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে। নিজেকে ঠিক রাখতে পারেনি ইব্রাহিম খলিল। ধারালো দা দিয়ে সহকর্মী ইউসুফ এবং স্ত্রী রিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়েছেন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইউসুফের। আর ঘটনার দুইদিন পর মারা যায় স্ত্রী রিনা বেগম।

২০১৭ সালের ৩ জুন ইফতারের সময় ইউসুফ ওই বাড়িতে যান। ফেনী থেকে ইব্রাহিম বাড়িতে এসে রিনা ও ইউসুফকে আপত্তিকর অবস্থায় দেখেন। ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম দুজনকেই ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে তছলিমা বেগম স্বামী ইউসুফকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে মারা যান। পরদিন তছলিমা বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন।

জেলা জজ আদালতের পাবলিক পাবলিক প্রসিকিউটর (পিপ) জসিম উদ্দিন বলেন, স্ত্রী রিনা বেগম ও পরকীয়া প্রেমিক ইউসুফকে হত্যার দায়ে আসামি ইব্রাহিম খলিলকে ৩০২ ধারায় দোষি সাবস্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন বিচারক।

আইএনবি/বিভূঁইয়া