রাজশাহী প্রতিনিধি: পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে রাজশাহীর এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।
আদালতের পিপি ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রাজীব (১৯) দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ইসমত আরা বলেন, ২০১১ সালের অক্টোবরে রাজীব ফেসবুকে ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ বলে গুজব ছড়ানো একটি পোস্ট দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫(২) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩১(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আইএনবি/বিভূঁইয়া