পটুয়াখালীতে ট্রলারডুবিতে বরসহ চারজন নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলা সংলগ্ন তেতুলিয়া নদীতে শুক্রবার বিকেলে চরবোরহান থেকে দশমিনায় বরের বাড়িতে ফেরার সময় আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন পয়েন্টে ঢেউয়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

বিয়ের অনুষ্ঠান শেষে কনে নিয়ে ফেরার সময় ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা গেলেও বরসহ চারজন স্বজন এখনও নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার সকাল ৯টায় বরিশাল ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের কর্মকর্তাদের নেতৃত্বে বরিশালের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করেন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, থানা ও নৌ পুলিশ, ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। https://budujzstylem.pl

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, চরবোরহান থেকে ট্রলারটিতে ১৫ জনের মত বরযাত্রী কনে বাড়ির অনুষ্ঠান শেষে হ দশমিনায় বরের বাড়িতে আসছিল। পথিমধ্যে নদীর ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর বাকিরা সাতরে তীরে উঠে আসতে পারলেও ৫ জন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর লিপি বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বর রাব্বি হাওলাদার (২০) তার মা সেলিনা বেগম (৪০) খাদিজা (৫) ও মানছুরা (৮)।

আইএনবি/বিভূঁইয়া