মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রবিবার সন্ধ্যায় কালকিনির লক্ষ্মীপুরে নৌকায় ভোট দেয়ার অপরাধে ভাই-বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
রাজধানীর ঢাকা মেডিকেলে দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায়
প্রেরণ করেছেন চিকিৎসক। রবিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলো লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড়বোন আমিরন বেগম (৫৫)।
স্বজনরা জানায়, রবিবার সন্ধ্যায় নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ সরদার ও তার বড় বোন আমিরন বেগম। মাঝপথে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ শাজাহান সরদার ও তার লোকজন ভাই-বোনের উপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী। এই ঘটনার দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
প্রথমে দুইজনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভাইবোনকে পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। দুইজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
কালকিনির ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনি সহিংসতা নয়। পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে এই হামলার ঘটনা। অবশ্য, এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
আইএনবি/বিভূঁইয়া