আইএনবি ডেস্ক:
সমবয়সী তিন বন্ধু—রফিক, রাসেল ও নাইম। তিন জনের বাড়ি সিরাজগঞ্জ। ঢাকার উপকণ্ঠ চন্দ্রায় থাকতো তারা। কেউ করতো চাকরি, কেউ চালাতো দোকান। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে নেশার অন্ধকার জগতে ঢুকে পড়ে তিন জনই। নিয়মিত গাঁজা আর ইয়াবা সেবন করতো একসঙ্গে। সেই নেশার টাকা যোগাতে তিন জনই যোগ দেয় ডাকাত দলে। সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-মানিকগঞ্জ সড়কে চালানো অভিযানে অন্য সহযোগীদের সঙ্গে এই তিন জনও ধরা পড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের কাছে। তিন দিনের রিমান্ডে তারা জানিয়েছে ডাকাতিতে জড়িয়ে পড়ার নেপথ্যের কারণ ও কিছু ঘটনা।
আইএনবি/বিভূঁইয়া