নেপালের প্রধানমন্ত্রী ওলিকে দল থেকে বহিষ্কার!

আন্তর্জাতিক ডেস্ক: নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বহিষ্কার করেছে দলটির আরেকটি পক্ষ। তার প্রতিদ্বন্দ্বী পক্ষটির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠের মতে, নেপাল প্রধানমন্ত্রী ওলি দলের সদস্য হিসেবে আর থাকছেন না।

নারায়ণ কাজি শ্রেষ্ঠ জানান, ‌‌‌এনসিপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলে তাঁর সাধারণ সদস্যপদও নেই। অসাংবিধানিক’ সিদ্ধান্ত নেওয়ায় ওলিকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছিল। এনসিপির পুষ্প কমল দহল ও মাধব কুমার নেপালের নেতৃত্বাধীন অংশ ওলিকে এই শোকজ করেছিল। তার ধারাবাহিকতায় ওলিকে দল থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কার নিয়ে এখনো ওলি কোনো ধরনের মন্তব্য করেননি। এর আগে গত শুক্রবারই ওলির সদস্যপদ বাতিল করার হুমকি দিয়েছিল বিরোধীপক্ষ। ৪৮ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন হলো। গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে মাসে ভোটের আহ্বানও জানিয়েছেন ওলি।
সূত্র: এনডিটিভি।

আইএনবি/বিভূঁইয়া