নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে স্কুল সভাপতি, স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সরকারি নিয়মের ব্যতয় ঘটিয়ে টানা তৃতীয় বারের মতো দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন মুকছেমুল হাকিম খান। স্থানীয়ভাবে তিনি সরকার বিরোধী সমর্থক হিসেবে পরিচিত হলেও অদৃশ্য ইশারায় কোন ধরণের ভোটাধিকার ছাড়াই স্কুলটির সভাপতি হচ্ছেন। সম্প্রতি সময়ে তিনি রাজধানীর আরামবাগে অবস্থিত স্কুলটির তৃতীয় মেয়াদেও সভাপতি হয়েছেন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া স্কুলের আওতাধীন মার্কেট ও সম্পতির ভোগদখল নিয়েও তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। স্থানীয়রা জানান, মুকছেমুল হাকিম খান দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোকানগুলো ইচ্ছামতো ভোগদখল করছেন। তিনি সভাপতি হবার পর স্কুল শিক্ষার মান কমে গেছে। প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই ব্যক্তি একাধিক্রমে ২ বারের অধিক ্একই বিদ্যালয়ের সভাপতি হতে পারবেন না। অথচ মুকছেমুল হাকিম খান দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ বার সভাপতি হয়েছেন। স্থানীয় এক যুবলীগ নেতা জানান, মুকছেমুল হাকিম কখনো ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগ করেনি। মতিঝিল আরামবাগে তিনি বিএনপির রাজনীতিতে জড়িত। অথচ তিনি ৩ মেয়াদে স্কুলের সভাপতি। স্কুলের সব সম্পত্তি তিনি নিজের মতো করে ব্যবহার করেন। জানতে চাইলে মুকছেমুল হাকিম খান কোনো কথা বলতে রাজি হননি। তিনি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-৮) রাশেদ খান মেননের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন।