নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি: বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার বরিশাল বিভাগে ১১১টি অভিযানে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২১১ কেজি ইলিশ, এক হাজার ৫৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য ৩১ লাখ ৩৬ হাজার টাকা।

এছাড়া বরিশাল জেলায় ১৬ জন, পটুয়াখালীতে পাঁচজন, ঝালকাঠিতে দুজন ও ভোলায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি বরিশালে ১৬ জন ও ভোলার দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৬টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২০১টি মাছঘাট, ৩৩৪টি আড়ৎ ও ২১টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আইএনবি/বিভূঁইয়া