নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায়  দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে । উভয়পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম।

বিষয়টি  জানিয়েছেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস ।

জানা যায়, সকালে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ঘ শুরু হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক জাহারুল ও শাহাজুল নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

আইএনবি/বিভূঁইয়া