নির্বাচনী ভাবনা নিয়ে মঞ্চে উঠছেন মেয়রপ্রার্থীরা

আইএনবি নিউজ:  নির্বাচনী ভাবনা নিয়ে একমঞ্চে হাজির হচ্ছেন মেয়রপ্রার্থীরা। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে বিভিন্ন দল থেকে মনোনীত মেয়রপ্রার্থীদের নিয়ে ‘টেকসই নগর উন্নয়নে মেয়রপ্রার্থীদের ভাবনা’ শীর্ষক নগর সংলাপ আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ফলে প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থীরা তাদের নির্বাচনী ভাবনা নিয়ে হাজির হচ্ছেন একমঞ্চে।

শুক্রবার বিকেলে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের দফতর সম্পাদক তালুকদার বিপ্লব।

জানা গেছে, এ সংলাপে টেকসই নগর উন্নয়নের বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইএনবি/এনএম