নির্ধারিত সময়ে ছাড়ায় ট্রেন যাত্রীরা খুশি

আইএনবি ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদুল আজহার বাকি মাত্র আর কয়েকদিন।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদ যাত্রার তৃতীয় দিনে ভোগান্তিহীনভাবে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন অনেকে। গতকাল কয়েকটা ট্রেনের সিডিউল বিপর্যয় হলেও আজ নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে কৃর্তপক্ষ। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

কমলাপুর রেল স্টেশনের গিয়ে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রার অপেক্ষায় আছে বিভিন্ন রুটের ট্রেন। আগে থেকে ট্রেন লাইনে অবস্থান করায় যাত্রীরাও সহজে নির্দিষ্ট বগিতে উঠতে পারছেন। আবার অনেক যাত্রী বেশ আগেই চলে এসেছেন স্টেশনে। তারা অপেক্ষা করছেন তাদের নির্ধারিত ট্রেনের জন্য। অপেক্ষায় থাকলেও নির্ভার সব যাত্রীরা। কারণ সকাল থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বলে যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

এবার ঈদ উপলক্ষে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

আইএনবি/বিভূঁইয়া