নিম্নচাপের আভাস, ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ‘অশনি’

আইএনবি ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারত মহাসাগরে তৈরি হওয়া বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল সোমবার প্রবল শক্তি নিয়ে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। তাদের মতে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে আজ রোববার নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র গরমে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে আকাশের মেঘ জড়ো হচ্ছে। এর ফলে গরমও বেশি অনুভূত হচ্ছে। আজ রোববারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে দু’দিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এদিকে লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও। ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কাই বেশি। যার প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি, ঝোড় বাতাস বয়ে যেতে পারে। এবং সেটি মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও গভীর সাগরে বিচরণ না করতেও সাবধান করা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া