নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যাত্রাবাড়ী থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লাল আল আজাদ

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষসহ অসহায় ও দুস্থ শ্রেণির মানুষেরা পড়েছে চরম বিপাকে। এ অবস্থায় তাদের খাদ্য সামগ্রীসহ সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন যাত্রাবাড়ী থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লাল আল আজাদ।

তিনি ব্যক্তিগত উদ্যোগে পঙ্গু, গরীব, অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সমাগ্রীর প্যাকেট বিতরণ করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ তেল, লবন ইত্যাদি।

খাদ্য সামগ্রী নিতে আসা কর্মহীন মানুষেরা জানান, আমরা ঘর হতে বের হতে পারছি না, আয় রোজগার সব বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে সরকারি নির্দেশ মেনে অর্ধাহারে-অনাহারে বাসায় অবস্থান করছি। যাত্রাবাড়ী থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লাল আল আজাদ আমাদের পাশে দাড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন তা দিয়ে কয়েকদিন খেয়ে-পড়ে বাঁচতে পারবো।

বিল্লাল আল আজাদ আইএনবিকে বলেন, মৃত্যুর পর টাকা-পয়সা কারো সঙ্গে যাবে না। আল্লাহ্ গরীব-মেহনতি অসহায় হতদরিদ্র মানুষদের সেবা করার সুযোগ করে দিয়েছেন তার জন্য শুকরিয়া জানাই। আমার যতোটুকু সামর্থ হয়েছে তা দিয়ে এসব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমার এ উদ্দ্যোগে বন্ধুবান্ধব সহকর্মীরাও সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, আমরা প্রায় ৫০জন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী প্রদান করেছি এবং ভবিষ্যতেও করবো।

দেশের এ ক্রান্তিকালে তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের এসকল হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

আইএনবি নিউজ/বিভূঁইয়া