নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১৯

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্কের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে।  নিহতদের মধ্যে ৯ জনই শিশু।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিউইয়র্ক শহরের ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এ তথ্য জানিয়েছেন।

দমকল বাহিনীর কর্মকর্তা ডেনিয়েল নিগরো বলেন, ১৯তলা ভবনের প্রত্যেক তলায় তারা ভুক্তভোগীর সন্ধান পেয়েছেন। গত ৩০ বছরে নিউইয়র্কে আগুনের ঘটনায় এটি ভয়াবহ।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আগুনে পুড়ে ১২ জন মারা যাওয়ার কয়েক দিনের মধ্যেই নিউইয়র্কে এ ঘটনা ঘটল। ওই ঘটনায় নিহতদের মধ্যে আটজন শিশু ছিল।
সূত্র: বিবিসি।

আইএনবি/বিভূঁইয়া