নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মানব পাচার আইনে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় তাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী কলাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মো. স্বপন গাজী (৪৫) ও তার স্ত্রী আখি আক্তার তমা (৩৯)। তবে রায় ঘোষণার সময়ে দুজনই পলাতক ছিলেন।
প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্তরা ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকার একটি ভাড়া বাসায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বালিশচাপা দিয়ে হত্যা করে ওই কিশোরীকে। পরে এ ঘটনায় মামলা করা হয়। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।
আইনবি/বিভূঁইয়া