দ. কোরিয়ায় নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

দক্ষিণ কোরিয়ায় তিনজনের দেহে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা তিনজনই ব্রিটেন থেকে কোরিয়ায় এসেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

সোমবার কোরিয়া ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, লন্ডনে বসবাসরত একই পরিবারের তিন সদস্য ২২ ডিসেম্বর দেশে পৌঁছায়।  তারা দেশে পৌঁছানোর পর করোনা পরীক্ষার আগ পর্যন্ত আইসোলেশনে ছিলেন।

এনডিটিভি জানিয়েছে, এ মাসের শুরুতে ব্রিটেনে প্রথম নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন এই রূপটি ইতোমধ্যে কয়েকটি ইরোপীয় দেশ, কানাডা, জর্ডান এবং জাপানে পৌঁছেছে।

নতুন ভাইরাস আতঙ্কে ৫০টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে ভ্রমণে কড়া বিধি নিষেধ আরোপ করে।

দক্ষিণ কোরিয়া এ বছরের শেষ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে।