আইএনবি ডেস্ক:পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মায় প্রবল স্রোত ও পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া গত কয়েক সপ্তাহ ধরে শিমুলীয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া ঘাটে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দেখা যায় দীর্ঘ যানবাহনের সারি। এছাড়া দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ জট।
যানবাহনের চালকরা জানান, তাঁদের অনেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় দুই দিন আগেই এসেছেন। আজ এখনো ফেরিতে উঠতে পারেননি। জ্যামে আটকে আছেন। কাছাকাছি হোটেল বা বাথরুম না থাকায় তাঁদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নৌপথটিতে ফেরির সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তাঁরা। একইভাবে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
আইএনবি/বিভূঁইয়া