দুর্নীতির অভিযোগে বরখাস্ত পৌর মেয়র

জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (২৯ এপ্রিল) ওই মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বর্তমান মেয়র আব্দুল কাদের শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।

তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকারি গুদামের মালামাল লুট, গুদামের জমি দখল করে দোকান নির্মাণসহ নানান অভিযোগ এনে ২০২২ সালের ১৪ ডিসেম্বর ১১ জন কাউন্সিলর স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ আমলে নিয়ে দফায় দফায় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ ‘স্থানীয় সরকার পৌর আইন ২০০৯’ এর ৩৩(১) ধারা অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে প্রথম প্যানেল মেয়রকে আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়।

 

আইএনবি/বিভূঁইয়া