দুই শিশুকে গলা কেটে হত্যা, মামা আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামে সোমবার বেলা ১২টার দিকে দুই শিশুকে গলা কেটে হত্যা করেছেন মামা। গুরুতর আহত আরেক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকালে দুই ভাগ্নিকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন মামা মাহবুব। ওই সময় আহত হয় আরো এক শিশু। পুলিশ অভিযুক্ত মামাকে আটক করেছে।

নিহতরা হলো সায়মা আক্তার (৬) ও তৃপ্তি মনি (৪)। সায়মা নেত্রকোনার বারহাট্টার বড়ইতাতি গ্রামের রাজিবের মেয়ে। আর তৃপ্তি নান্দাইলের কাদিরপুর গ্রামের শিবলু মিয়ার মেয়ে। তারা সম্পর্কে খালাতো বোন।

সালামের ছেলে মাহবুব মিয়া (২০) একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। কিন্তু মানসিকভাবে বেশ কিছুদিন ধরে বিকারগ্রস্ত ছিলেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, অভিযুক্ত মামাকে আটক করা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া